Advertisement
Doctor TV

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫


শের-ই-বাংলা মেডিকেল সংস্কারের দাবিতে বরিশালে ব্লকেড কর্মসূচি

Main Image


শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, সিন্ডিকেট প্রভাব, চিকিৎসাসেবায় সরঞ্জামের ঘাটতি এবং দালাল চক্রের দৌরাত্ম্যের প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। 

৭ আগস্ট নগরীর নতুল্লাবাদ এলাকায় এই 'বরিশাল ব্লকেড' কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের কাঠামোগত সংস্কার ও সার্বিক উন্নয়নের দাবি জানান।

 

আয়োজকরা জানান, বছরের পর বছর ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, এবং দালালচক্রের দখলে পড়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করেন, জরুরি বিভাগের সংকট, ওষুধ ও যন্ত্রপাতির ঘাটতি, এবং দক্ষ জনবলের অভাবের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগী ও তাদের পরিবার।

 

কর্মসূচিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়:

১. শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহের মাধ্যমে সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

২. স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের হাসপাতালগুলোতে দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় ভিত্তিক চিকিৎসক রাজনীতি নিষিদ্ধকরণ এবং ডিজিটাল অটোমেশনসহ স্বচ্ছ টাস্কফোর্স গঠন করতে হবে।

৩. জনগণের ভোগান্তির বাস্তবতা বিবেচনায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে তদন্তসাপেক্ষে নতুন সুপারিশ, বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণে জোরালো পদক্ষেপ নিতে হবে।

 

বক্তারা বলেন,  সময়মতো উদ্যোগ না নিলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন