ছবিঃ সংগৃহীত
বান্দরবানের থানচি উপজেলার ক্যাচুপাড়া এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
ক্যাম্পে মোট ৮৪ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সহায়ক উপকরণ সরবরাহ করা হয়।
৩৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, থানচি ও আশপাশের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় উন্নত চিকিৎসা সেবা এখনো সুলভ নয়। সেই প্রেক্ষাপটে বিজিবি নিয়মিতভাবে এসব এলাকায় মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন