ছবিঃ সংগৃহীত
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর দ্বিতীয়বারের নির্বাচনকে কেন্দ্র করে চিকিৎসক সমাজে উৎসাহ-উদ্দীপনার আমেজ বিরাজ করছে। আগামী ৯ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন পেশাজীবী চিকিৎসকদের মধ্যে নতুন নেতৃত্ব গঠনের আশার বার্তা নিয়ে এসেছে।
২০১৯ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত ড্যাবের নির্বাচন থেকে এখন পাঁচ বছর পর দ্বিতীয়বারের ভোটের আয়োজন করা হয়েছে। করোনার কারণে দীর্ঘ সময় স্থগিত থাকা এই প্রক্রিয়া চিকিৎসক সমাজকে পেশাগত সংগঠনের মাধ্যমে উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে সেবার মান বৃদ্ধির নতুন দিক নির্দেশনা দেবে বলে প্রত্যাশা প্রকাশ করছেন অনেকেই।
এবার নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে, যারা সবাই স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চিকিৎসক সমাজের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ডা. হারুন আল রশীদ ও ডা. জহিরুল ইসলাম শাকিল নেতৃত্বাধীন এক প্যানেল, এবং অধ্যাপক ডা. একে এম আজিজুল হক ও অধ্যাপক ডা. আবদুস সাকুর খান নেতৃত্বাধীন অপর প্যানেল একত্রে স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছেন।
চিকিৎসক সমাজের তরুণ সদস্যরাও এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করছেন এবং স্বাস্থ্যখাতের অগ্রগতির জন্য নতুন চিন্তাভাবনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় জড়িত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় হাসপাতালগুলো রঙিন ব্যানার ও ফেস্টুনে সেজে উঠেছে, যা চিকিৎসক সমাজের ঐক্য ও উদ্দীপনার প্রতিফলন।
প্রার্থীরা নির্বাচিত হলে ড্যাবের মাধ্যমে স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন, কর্মীদের কল্যাণ, বেতন কাঠামো ও চাকরির স্থায়ীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, পেশাজীবী চিকিৎসকদের জন্য স্থায়ী কার্যালয় স্থাপনের পরিকল্পনাও তারা ঘোষণা করেছেন, যা সংগঠনকে আরও কার্যকর ও সংগঠিত করবে।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ২৭১ সদস্যের ড্যাব কেন্দ্রিয় কমিটির মধ্যে এখন পাঁচটি পদে নির্বাচন হচ্ছে। এগুলো হলো- সভাপতি, মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, ও সিনিয়র যুগ্ম মহাসচিব। পরে নির্বাচিত এই পাঁচজ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ কমিটি মনোনীত করবেন।
কমিশন আরও জানায়, ৫ আগস্টের আগে হওয়া ড্যাব সদস্যরা ভোট দিতে পারবেন। ভোটার ৩ হাজার ১৪৮ জন। ২০১৯ সালে প্রথম ভোটের মাধ্যমে ড্যাব কেন্দ্রিয় কমিটি গঠন করা হয়। সেবার ডা. হারুন-ডা. শাকিল প্যানেলের ডা. হারুন আল রশীদ সভাপতি নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন হচ্ছে। এর আগে যারা নেতৃত্বে ছিলেন, তারা মনোনীত হয়েছেন, নির্বাচিত নন।
চিকিৎসকরা জানান, ড্যাব কেন্দ্রিয় কমিটির মেয়াদ ৩ বছর। কিন্তু মাঝখানে করোনা থাকায় মেয়াদ শেষ হলেও নির্বাচন করা সম্ভব হয়নি। ভোট কেন্দ্র রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন। ভোট গ্রহণ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
আরও পড়ুন