Advertisement
Doctor TV

শনিবার, ৯ আগস্ট, ২০২৫


৮ আগস্ট অনুষ্ঠিত হবে চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী

Main Image

ছবিঃ সংগৃহীত


রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’। আগামী শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় বনানীর হোটেল সারিনায় বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টারের আয়োজনে এ প্রদর্শনী শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী উপলক্ষে বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজনটি যৌথভাবে সহযোগিতা করছে চায়নিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চায়না-বাংলাদেশ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমরা নারী।

 

উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মুনিরুল ইসলামসহ চীনের ৩৫ সদস্যের প্রতিনিধিদল।

 

প্রদর্শনীতে অংশ নেবে চীনের ১২টিরও বেশি খ্যাতনামা হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য হাসপাতালগুলোর মধ্যে রয়েছে বোও ইয়িলিং হাসপাতাল, ফোসুন হেলথ, শেনজেন হেংশেং হাসপাতাল, ফোশান ও গুয়াংজুর ফোসুন চাঞ্চেং হাসপাতাল, গুয়াংজু ফুদা ক্যানসার হাসপাতাল, কুনমিং থংরেন হাসপাতাল, মডার্ন ক্যানসার হাসপাতাল ও গুয়াংজু সিং মে হাসপাতাল।

 

এই প্রদর্শনীতে আগত রোগীরা সরাসরি চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। থাকবে অনসাইট ও অনলাইন কনসালটেশন, আমন্ত্রণপত্র, ভিসা প্রসেসিং সহায়তা, অনুবাদ সেবা ও বিমানবন্দর থেকে পিকআপ পর্যন্ত নানা সুবিধা।

 

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা বলেন, ‘এ আয়োজন শুধু প্রদর্শনী নয়, বরং বাংলাদেশ–চায়নার মধ্যে স্বাস্থ্যসেবা বিনিময়ের এক নতুন অধ্যায়। চায়নার উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা বাংলাদেশি রোগীদের জন্য আরও সহজ ও সাশ্রয়ী করতে আমরা বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ কাজ করে যাচ্ছি।’

 

সংগঠনটির উপদেষ্টা ও আমরা নারীর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব জানান, সাংবাদিকদের জন্য থাকছে বিশেষ এক্সেস, লাইভ কাভারেজের সুযোগ ও প্রেস কিট। গণমাধ্যমের সহায়তায় এই প্রদর্শনীর তথ্য দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান বলেও জানান তিনি।

 

কনসালটেন্ট ডা. রাশেদুল হাসান (রুবেল) বলেন, এই আয়োজনে গণমাধ্যমের আমন্ত্রণ ও প্রচারের ভূমিকা: ‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’ নিয়ে আমাদের লক্ষ্য অর্জনে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকভাবে সাংবাদিক, পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যমকে এই স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সেবা বিষয়ক প্রদর্শনী ও প্রচারাভিযানের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানাই। উদ্দেশ্য হচ্ছে, মিডিয়ার মাধ্যমগুলোর সাহায্যে আমাদের বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন