ছবিঃ সংগৃহীত
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২১ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আগামী ১৬ আগস্টের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন নিউরোলজি বিভাগে। এরপর পেডিয়াট্রিক সার্জারিতে ১৯ জন, গাইনোকলজিক্যাল অনকোলজিতে ১৫ জন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ১৩ জন, চিলড্রেন অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি ও থোরাসিক সার্জারিতে আটজন করে রয়েছেন।
এ ছাড়া ব্লাড ট্রান্সফিউশন ও ট্রান্সফিউশন মেডিসিনে সাতজন, ক্লিনিক্যাল প্যাথলজিতে তিনজন, ইউরোগাইনোকলজি ও চাইল্ড-অ্যাডোলসেন্ট অ্যান্ড ফ্যামেলি সাইকিয়াট্রিতে পাঁচজন করে পদোন্নতি পেয়েছেন। ছয়টি বিভাগে একজন করে রয়েছেন—ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ইমিউনোলজি, ওরাল মেডিসিন, ক্যান্সার এপিডেমিওলজি, জেরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রি এবং জেরিয়াট্রিক সাইকিয়াট্রি।
আরও পড়ুন