Advertisement
Doctor TV

শনিবার, ৯ আগস্ট, ২০২৫


খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. রুহুল আমিন

Main Image

ছবিঃ সংগৃহীত


খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডা. রুহুল আমিন আগামী চার বছরের জন্য উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমানে যেসব বেতন ও ভাতা পাচ্ছেন, সেগুলোই প্রযোজ্য থাকবে। নিয়মিত চাকরির বয়স পূর্ণ হলে মূল পদ থেকে অবসরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি উপাচার্য হিসেবে বাকি সময় দায়িত্ব পালন করবেন। এছাড়া, তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য চাইলে প্রয়োজনে এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবেন।

 

প্রসঙ্গত, চলতি বছরের ২ মে থেকে উপাচার্যশূন্য ছিল খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রারের হাতে আর্থিক ক্ষমতা না থাকায় গত তিন মাসে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাননি, এমনকি ঈদুল আজহার বোনাসও থেকে গেছে বাকি।

আরও পড়ুন