ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) সংখ্যা ১১১, চট্টগ্রামে ৫১, ঢাকার বাইরের অঞ্চলে ৫৪, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬৪, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৯ এবং ময়মনসিংহে (সিটি এলাকার বাইরে) ৩ জন।
একই সময়ে ৩৩৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫১ জনে।
এ বছর ৬ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৭০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৮ শতাংশ এবং নারী ৪১ দশমিক ২ শতাংশ। মোট মৃত্যুর সংখ্যা বর্তমানে ৮৪।
আরও পড়ুন