Advertisement
Doctor TV

সোমবার, ৪ আগস্ট, ২০২৫


সর্বজনীন স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে এনসিপির নতুন ইশতেহার ঘোষণা

Main Image

ছবিঃ সংগৃহীত


জাতীয় জনগণের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে একগুচ্ছ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে নতুন স্বাস্থ্য ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক সমাবেশে গতকাল এ ইশতেহার প্রকাশ করা হয়।

 

ইশতেহারে উল্লেখ করা হয়, অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না এই নীতিকে ভিত্তি করেই গড়ে তোলা হবে একটি সমন্বিত ও ন্যায়ভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এতে অ্যাম্বুলেন্সেই জীবনরক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করতে সারা দেশে জিপিএসচালিত অ্যাম্বুলেন্স ও কেন্দ্রীয় ডিসপাচ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

ডিজিটাল স্বাস্থ্যসেবার দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়ে দলটি বলেছে, দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সংযুক্ত করে ইলেকট্রনিক হেলথ রেকর্ড চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি নাগরিকের একটি ইউনিক হেলথ আইডি থাকবে, যেখানে তার চিকিৎসাসংক্রান্ত সকল তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে। ফলে ভুল চিকিৎসা ও অপ্রয়োজনীয় টেস্টের হার কমবে।

 

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করে নাগরিকদের নিজ এলাকাতেই মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার এসেছে ইশতেহারে। এ ছাড়া কার্যকর রেফারেল ব্যবস্থা চালু করে তা জাতীয় ইলেকট্রনিক হেলথ রেকর্ডের সঙ্গে সমন্বিত করার কথাও বলা হয়েছে, যাতে রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসা অব্যাহত রাখতে পারেন।

 

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে অঞ্চলভিত্তিক হৃদ্‌রোগ, ট্রমা ও অন্যান্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। মানসিক স্বাস্থ্যকে প্রাথমিক সেবার অংশ হিসেবে বিবেচনায় এনে বাজেট, জনবল এবং সেবার বিস্তার ঘটানোর কথাও বলা হয়।

 

স্বাস্থ্যকর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায্য বেতন, পদোন্নতির স্পষ্ট কাঠামো এবং নারী স্বাস্থ্যকর্মীদের জন্য ডে-কেয়ার সেন্টারসহ নারীবান্ধব কর্মপরিবেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধে কার্যকর নীতি গ্রহণের কথাও বলা হয়েছে।

 

সবশেষে, দেশের জনগণের জন্য কার্যকর ও যুগোপযোগী চিকিৎসা উদ্ভাবনের লক্ষ্যে একটি বিশ্বমানের জাতীয় বায়োব্যাংক গড়ে তোলার ঘোষণা দেয় দলটি।

আরও পড়ুন