Advertisement
Doctor TV

শনিবার, ২ আগস্ট, ২০২৫


চীনা রাষ্ট্রদূতের সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার বৈঠক

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার (৩০ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্যখাতে চলমান এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

 

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় রংপুর বিভাগে চীনের সহায়তায় এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হাসপাতাল সেবা চালুর প্রস্তাব এবং সারাদেশে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস মেশিন সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো।

 

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন শুধু অবকাঠামো নির্মাণ বা যন্ত্রপাতি সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না, বরং এসব চিকিৎসা সরঞ্জাম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও সহায়তা করবে।

বৈঠকে অংশ নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “সারাদেশের বিভাগীয় ও জেলা সদর হাসপাতালগুলোতে মোট ১,২০০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, যা কিডনি রোগীদের দীর্ঘমেয়াদি ভোগান্তি অনেকটাই লাঘব করবে।”

 

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “চীন আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। স্বাস্থ্যখাতে তাদের এই সহযোগিতা বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় ও সুদৃঢ় করে তুলবে।”

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবগণ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চীনা দূতাবাসের কর্মকর্তারা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা।

আরও পড়ুন