Advertisement
Doctor TV

শনিবার, ২ আগস্ট, ২০২৫


বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়েছে। শনিবার (২ আগস্ট) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমীরসহ শীর্ষ নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখনই তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা না পাওয়া গেলেও চিকিৎসকেরা ধারণা করেছিলেন, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন।

 

পরে পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায়, তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক রয়েছে। এর মধ্যে তিনটি গুরুতর এবং বাকি দুটি প্রায় ৫০ শতাংশ বন্ধ। গুরুতর ব্লক তিনটি অপসারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও ডা. শফিকুর রহমান নিজেই দেশে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন