Advertisement
Doctor TV

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, দুই যুবক আটক

Main Image

ছবিঃ সংগৃহীত


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার সময় দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সজীব দাস পার্থ (২১) ও তাঁর সহযোগী মানিক মিয়া (২২)। বুধবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে আনসার সদস্যরা তাদের আটক করে।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, সজীব দাস চিকিৎসকের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলছিলেন, আর মানিক ছিলেন সাধারণ পোশাকে। এ সময় তারা হুইলচেয়ারে থাকা কুলসুম বেগম (৫৪) নামে এক নারী রোগীকে জোরপূর্বক দাঁড় করাতে গেলে তিনি পড়ে যান। এরপর তারা ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে আনসার সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চিকিৎসক দাবি করলেও পরিচয়পত্র বা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পরে দু’জনকে ঢামেকের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

 

এ বিষয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “আনসার সদস্যরা তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তারা নিজেদের চিকিৎসক দাবি করলেও কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখতে তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুন