ছবিঃ সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আট নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া চিকিৎসকরা হলেন—ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাভলু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফিন রেজানুর রশীদ, ডা. এম এ কামাল, ডা. সাজেদ, ডা. শাওন ও ডা. রাকিব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চিকিৎসকরা সংগঠনের অনুমোদন ছাড়াই বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, যা ড্যাবের গঠনতন্ত্র এবং বিএনপির নীতি ও শৃঙ্খলার পরিপন্থি। ফলে ভবিষ্যতে তারা ড্যাব বা এর কোনো সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবেও দলে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
আরও পড়ুন