Advertisement
Doctor TV

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫


জামায়াত আমিরের হৃদযন্ত্রে ৫টি গুরুতর ব্লক, দেশেই বাইপাসের সিদ্ধান্ত

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে পাঁচটি গুরুতর ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকদের সুপারিশে তাঁর জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

 

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান তিনি। এরপর থেকেই তাঁকে নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়।

চিকিৎসার অংশ হিসেবে বুধবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাঁর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে, তাঁর হৃদযন্ত্রে পাঁচটি বড় ধরণের ব্লক রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসকরা বাইপাস সার্জারির পাশাপাশি প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার কথাও পরামর্শ দিয়েছেন।

 

তবে ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তিনি দেশের চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা রাখেন এবং এখানেই চিকিৎসা করাতে আগ্রহী।

 

সার্জারির সময়, স্থান এবং চিকিৎসক দলের বিষয়ে সিদ্ধান্ত আজ বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে পারিবারিক ও দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন ডা. শফিকুর রহমান ও তাঁর পরিবার। তাঁরা আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহ তাঁর দ্রুত সুস্থতা নিশ্চিত করবেন এবং তিনি যেন আবারও দেশ ও জাতির কল্যাণে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেন।

আরও পড়ুন