Advertisement
Doctor TV

শনিবার, ২ আগস্ট, ২০২৫


২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু

Main Image

ছবিঃ সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ০৮ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত মোট ৭২০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩০ জন। আর দেশে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৫ জনে এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৯ জনের।

 

এছাড়া শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সার্বিকভাবে শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ এবং সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ বলে জানানো হয়।

আরও পড়ুন