Advertisement
Doctor TV

বুধবার, ৩০ জুলাই, ২০২৫


পরিবর্তন আসছে নিউরোসায়েন্সেস হাসপাতালে

Main Image

ছবিঃ সংগৃহীত


মস্তিষ্ক ও স্নায়ুরোগ চিকিৎসায় দেশের প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রশাসনিক আদেশে প্রতিষ্ঠানটির শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১,০০০-এ উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্ধিত শয্যাগুলোতে সেবা কার্যক্রম চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এবং বিদ্যমান বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মনীতি অনুসরণ করে এ অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় শয্যাসংখ্যা বৃদ্ধির বিষয়ে সম্মতি প্রদান করে।

 

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে মস্তিষ্ক ও স্নায়ুবিষয়ক জটিল রোগে সরকারি পর্যায়ে চিকিৎসা নিতে চাইলে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিন্স। তাই এ হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ হওয়া শুধু অবকাঠামোগত সম্প্রসারণ নয়, বরং সারাদেশের রোগীদের জন্য স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে বছরে প্রায় ৫ লাখ রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রতিদিন গড়ে ১,৫০০ থেকে ২,০০০ রোগী বহির্বিভাগে আসেন। ৫০০ শয্যার বিপরীতে নিয়মিতভাবে ভর্তি থাকে ৫৫০ থেকে ৬০০ জন রোগী, যার ফলে নতুন রোগী ভর্তি করা প্রায়ই সম্ভব হয় না। নতুন শয্যা চালু হলে ভর্তি সুবিধা বাড়ার পাশাপাশি চিকিৎসকদের ওপর কর্মচাপও কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন