ছবিঃ সংগৃহীত
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলায় সোমবার(২৮ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে এক হাজারেরও বেশি অসহায় রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এ ছাড়া ১৫০ জন চক্ষু রোগীর মধ্যে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, দুর্বল যোগাযোগব্যবস্থা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের মানুষ অনেক সময় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে তারা নিয়মিতভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন