Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


বিনামূল্যে বোনস পেলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৬ শিক্ষার্থী

Main Image

ছবিঃ সংগৃহীত


রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি)-এর বোনস ব্যাংকের উদ্যোগে কলেজের ১৬ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৯ সেট অ্যানাটমি বোনস বিতরণ করা হয়েছে। গত রোববার (২৭ জুলাই) রাত ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব বোনস সেট হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএইচএসএমসি বোনস ব্যাংকের প্রধান পর্যালোচক। এতে শরঈ দৃষ্টিকোণ থেকে বোনস ডোনেশনের গুরুত্ব, বোনস কেনাবেচার নেতিবাচক প্রভাব এবং দায়িত্বশীলতা বিষয়ে আলোচনা করেন কলেজ ছাত্রাবাস জামে মসজিদের ইমাম মাওলানা সালমান মাহ্দী। একই সঙ্গে বোনস ব্যাংকের সার্বিক কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন ব্যাংকের পরামর্শদাতা ও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেইন।

 

এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বেনিফিশিয়ারি শিক্ষার্থীরা বোনস ব্যাংকে বোনস দানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসএইচএসএমসি বোনস ব্যাংকের এই ব্যতিক্রমধর্মী কার্যক্রম ভবিষ্যতে দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোকেও অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন