Advertisement
Doctor TV

বুধবার, ৩০ জুলাই, ২০২৫


৩০ জুলাই কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে জুলাই বিপ্লব স্মরণে বিশেষ আয়োজন

Main Image

ছবিঃ সংগৃহীত


জুলাই বিপ্লব ও এতে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান। আগামী ৩০ জুলাই (বুধবার) ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লার উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা অনুষ্ঠিত হবে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে।

 

অনুষ্ঠানটিতে জুলাই প্রদর্শনী, তথ্যচিত্র, জুলাই বিপ্লবের তাৎপর্য আলোচনা সহ বিভিন্ন আয়োজন। এছাড়া শহীদ পরিবারবর্গের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের অবদানকে স্বীকৃতি জানানো হবে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিকিৎসক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, গণমান্য নাগরিক এবং শহীদদের পরিবারের সদস্যরা। থাকবে শহীদদের স্মরণে বিশেষ আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও তথ্যচিত্র প্রদর্শনী।

আরও পড়ুন