ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের মেডিকেল কলেজ বা প্রতিষ্ঠানে পদায়নের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
বিসিপিএস-এর সচিব অধ্যাপক আবুল বাশার মোঃ জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৮ জুলাই ২০২৫ তারিখে কলেজ কাউন্সিলের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিপিএস কর্তৃক বেসরকারি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন মেডিকেল কলেজে বা প্রতিষ্ঠানে পদায়নের প্রক্রিয়া স্থগিত থাকবে।
এছাড়া জানানো হয়, পূর্বের নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থীরা তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী বিসিপিএস অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন।
আরও পড়ুন