ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মেডিসিন অনুষদের অধীনে জুলাই-২০২৫ সেশনের এমডি-এমএস ক্লিনিক্যাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী ১৩ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে আগস্ট মাস পর্যন্ত চলবে।
সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পরীক্ষাসূচির আদেশটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর ডেনটিস্ট্রি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের অধ্যক্ষ, পরিচালক, সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান এবং ডেন্টাল অনুষদের কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন