নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ চুরিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) এই মানববন্ধনে সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন কালিয়া উপজেলা ও পৌর বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপু এবং স্থানীয় ইমরান হোসেন ও রবিউল সর্দার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী দীর্ঘদিন ধরে ওষুধ চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। তাঁরা জানান, সম্প্রতি হাসপাতালের একজন আউটসোর্সিং কর্মী ওষুধ চুরি করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের কাছে হাতেনাতে ধরা পড়েন। এছাড়া টেন্ডার প্রক্রিয়া বিলম্ব হওয়ায় রোগীরা ওষুধ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, অনিয়মের মাধ্যমে জনপ্রতি ২ লাখ টাকা নিয়ে ৮ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যারা কাজের যোগ্য নন। এছাড়া হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের অবহেলায় রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব বলেন, তার যোগদানের আগে পদটি শূন্য ছিল এবং সে সময় ওষুধের টেন্ডারসহ আর্থিক কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে নিয়ম অনুযায়ী ওষুধ সরবরাহ করা হচ্ছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে। আউটসোর্সিং নিয়োগ সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে হয়ে থাকে বলেও তিনি জানান।
ওষুধ চুরির বিষয়ে তিনি বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং আজ থেকে স্টাফদের ব্যক্তিগত ওষুধ সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যাচাই করে পরিমাণমতো ওষুধ দেওয়া হবে।
আরও পড়ুন