Advertisement
Doctor TV

সোমবার, ১৪ জুলাই, ২০২৫


রাজধানীতে চার হাসপাতালে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ১৫ জন আটক

Main Image

ছবিঃ সংগৃহীত


রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় চারটি সরকারি হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, দুজনকে অর্থদণ্ড এবং বাকি আটজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

রোববার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় শিশু হাসপাতালে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

 

অভিযান শেষে র‌্যাব-২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, “সকাল ১০টা থেকে চারটি সরকারি হাসপাতালে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জন দালালকে আটক করা হয়। তাদের মধ্যে কেউ রোগীদের প্রাইভেট হাসপাতালে পাঠাতে, কেউ পরীক্ষাগার বা ওষুধের দোকানে নিয়ে যেতে তৎপর ছিল।”

 

তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত করে যারা সাধারণ রোগীদের ভোগান্তিতে ফেলে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন