ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৩ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এই সময়ে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও শনাক্তের হার ছিল শূন্য শতাংশ।
চলতি বছর এখন পর্যন্ত করোনায় দেশে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। আর ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫২৬ জন।
আরও পড়ুন