Advertisement
Doctor TV

বুধবার, ১৬ জুলাই, ২০২৫


অবৈধ চিঠি বাতিল, ইউনানী শিক্ষা আইনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Main Image


বাংলাদেশের প্রাচীন ও বিজ্ঞানভিত্তিক ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার স্বীকৃতি ও মর্যাদা রক্ষায় সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা ঢাকার মহাখালিস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আজ সোমবার (৮ জুলাই) দাবি আদায়ে এ কর্মসূচী পালান করেন তারা।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩০ জুন ২০২৫ তারিখে জারি করা একটি চিঠি (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪১.৪৮.০০১.২৪-৪৪৫) চিকিৎসা মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ—এই চিঠির মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অতীতে অবৈধভাবে ডিগ্রী গ্রহণকারী চিকিৎসকদের পুনরায় স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা চলছে। এতে একদিকে যেমন ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার মান হ্রাস পাবে, অন্যদিকে দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা ১ জুলাই থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। আজকের অবস্থান কর্মসূচিতে তাদের উপস্থিতি ও দৃঢ় অবস্থানে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রমও একপর্যায়ে ব্যাহত হয়।

আন্দোলনকারীদের প্রধান দুটি দাবি—
১. বিতর্কিত ও 'অবৈধ' চিঠি অবিলম্বে বাতিল করতে হবে।
২. ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার জন্য পৃথক আইন (অর্ডিন্যান্স) প্রণয়ন করে একটি পূর্ণাঙ্গ, সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এই ন্যায্য ও শান্তিপূর্ণ দাবি দীর্ঘসূত্রিতার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত বা আন্দোলন বানচালের চেষ্টা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও কার্যকর বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে আসছে। তবে সময়ের সাথে সাথে এই পদ্ধতির স্বীকৃতি ও কাঠামোগত উন্নয়নের প্রশ্নে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও পেশাজীবীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, অনানুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. আবু জাহের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেন আলোচনায় বসার জন্য।

আরও পড়ুন