ছবিঃ সংগৃহীত
করোনার প্রকোপ কমলেও থেমে নেই শনাক্তের ধারা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে ধরা পড়েছে ভাইরাসটি। তবে স্বস্তির বিষয়, এ সময়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ২ দশমিক ৯৮ শতাংশের শরীরে করোনা ধরা পড়ে। চলতি বছরে ১২ হাজারের বেশি নমুনা বিশ্লেষণে মোট ৬৯০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ২৭।
দেশে করোনার শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের। শনাক্তের হার যেখানে ১৩ শতাংশের একটু বেশি, সেখানে সুস্থতার হার ৯৮ শতাংশের ওপর।
আরও পড়ুন