Advertisement
Doctor TV

বুধবার, ১৬ জুলাই, ২০২৫


সমাজসেবা কার্যক্রমে বিএমইউতে ৫০০ রোগী পেলেন আড়াই কোটি টাকার আর্থিক অনুদান

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ রোগীকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিএমইউ-এর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতি রোগীকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই কোটি টাকার সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। তিনি প্রথম ধাপে ১০০ জন রোগীর হাতে চেক হস্তান্তর করেন। বাকি ৪০০ রোগীকেও পর্যায়ক্রমে এই সহায়তা প্রদান করা হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মো. মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক ডা. হাসনাত আহসান সুমন, উপপরিচালক ডা. মো. আবু নাসের এবং সমাজসেবা কর্মকর্তা সামিয়া ইসমত সোহেলী ও রুমানা ইয়াসমিন প্রমুখ।

আরও পড়ুন