Advertisement
Doctor TV

বুধবার, ১৬ জুলাই, ২০২৫


ডিএসসিসির সব স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে মিডওয়াইফারি সেবা: প্রশাসক

Main Image

ছবিঃ সংগৃহীত


ঢাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, নিরাপদ ও মানসম্মত মাতৃসেবা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চালু করেছে ২৪ ঘণ্টার মিডওয়াইফারি নেতৃত্বাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা (এসআরএইচ)। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

 

ডিএসসিসির এ উদ্যোগে সহযোগিতা করছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা) ও জাপাইগো বাংলাদেশ। প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় পুরান ঢাকার আট লক্ষাধিক বাসিন্দা সেবা পাবেন। সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষিত মিডওয়াইফ ও চিকিৎসকদের সমন্বয়ে একটি কার্যকরী সেবাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রকল্পে স্বাভাবিক প্রসবকে ৯০ শতাংশ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমে।

 

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন লাভের আশায় যেভাবে বেড়ে যাচ্ছে, তা জাতির জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ প্রকল্পের মাধ্যমে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করে মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই।”

 

তিনি আরও জানান, নগরবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নের অংশ হিসেবে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রেও এমন মিডওয়াইফারি সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

 

অনুষ্ঠানে ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, “মিডওয়াইফারি নেতৃত্বাধীন সেবা শুধু চিকিৎসাসেবা নয়, এটি নারীর ক্ষমতায়ন এবং সর্বজনীন স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিশাত পারভীন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, সিডা, ইউএনএফপিএ, জাপাইগোসহ দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা।

আরও পড়ুন