Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন, চলছে ভোট গ্রহণ

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করতে যাচ্ছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

 

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠার ১৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতদিন নেতৃত্ব নির্বাচন করা হতো মনোনয়ন বা সিলেকশনের মাধ্যমে, যার ফলে সংগঠনে একধরনের কর্তৃত্ববাদী ধারা তৈরি হয়। দীর্ঘদিনের এই অবস্থা পরিবর্তনের দাবিতে সদস্যদের মধ্যে সরাসরি ভোটের দাবি জোরালো হয়ে ওঠে।

 

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল মহিউদ্দিন-মুকিত পরিষদ ও আফরোজা-মোয়াজ্জেম পরিষদ।

 

৫৫টি বেসরকারি মেডিকেল কলেজের ১১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন।

আরও পড়ুন