ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব ও নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য আলাদা কক্ষে নারী শিক্ষক দ্বারা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ সেলিনা আক্তার স্বাক্ষরিত এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধর্মীয় অনুশাসন অনুসারে হিজাব ও নিকাব পরিধান করে নারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং পরীক্ষায় অংশ নেওয়ার অধিকার রাখেন। তবে পরীক্ষা শুরুর পূর্বে পরিচয় নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থায় নারী শিক্ষকের মাধ্যমে আলাদা কক্ষে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে—এমন কোনো মন্তব্য, আচরণ কিংবা কর্মকাণ্ড থেকে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সকলের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি শান্তিপূর্ণ, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন