Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫


যুক্তরাজ্যের পার্কিনসন গবেষণা কেন্দ্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক হলেন মুকিত

Main Image

ছবিঃ সংগৃহীত


যুক্তরাজ্যের জাতীয় পারকিনসন গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতনামা স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মীরতুল মুকিত।

পারকিনসন্স ইউকে এর অংশীদারিত্বে পরিচালিত এই গবেষণা কেন্দ্র Parkinson’s UK National Centre of Excellence in Parkinson’s Research এর বৈজ্ঞানিক নেতৃত্বে আসা অধ্যাপক মুকিত বর্তমানে স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ে এক্সপেরিমেন্টাল নিউরোলজির অধ্যাপক ও কনসালট্যান্ট নিউরোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

স্নায়ুবিজ্ঞানে বিশ্বজুড়ে খ্যাতি অর্জনকারী অধ্যাপক মুকিতের শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। তার পিতা-মাতা ১৯৬০-এর দশকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং দুজনেই যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস) এ কর্মরত ছিলেন।

 

চিকিৎসাশাস্ত্রে তার একাডেমিক যাত্রা শুরু হয় এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে। পরে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান কেনেডি স্কলারশিপের মাধ্যমে। পরবর্তীতে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে তিনি পিএইচডি এবং রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেন।

 

তার বৈজ্ঞানিক ও চিকিৎসা গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাজ্যের দুই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি অব এডিনবরা এবং দ্য একাডেমি অব মেডিকেল সায়েন্সেস এর নির্বাচিত ফেলো হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, যা বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে বিরল সম্মান।

 

নতুন দায়িত্ব প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক মুকিত বলেন, “পারকিনসন্স ইউকে-এর সঙ্গে যৌথভাবে এই জাতীয় গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দেওয়া আমার জন্য এক পরম গৌরবের বিষয়। এই সুযোগের মাধ্যমে আমরা বিশ্বজুড়ে পারকিনসন রোগীদের চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ দেখি।”

 

আরও পড়ুন