Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২০ মে, ২০২৫


৫ শর্তে মেডিকেলের বেসিক সাবজেক্টের শিক্ষকদের প্রণোদনা ভাতা প্রদানে অর্থ বিভাগের সম্মতি

Main Image


৫ শর্তে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ১০টি বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ অতিরিক্ত প্রণোদনা ভাতা প্রদানে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। সম্প্রতি (১৪ মে, বুধবার) অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগের প্রবধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ সম্মতির তথ্য জানা গেছে। 

 

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজের বেসিক সাবজেক্টে (এনাটমি, ফিজিওলজী, ভাইরোলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও এ্যানেসথেসিওলজি) কর্মরত শিক্ষকগণের অনুকূলে গ্রেডভিত্তিক মূলবেতনের ৫০% হারে মাসিক প্রণোদনা ভাতা প্রদানে নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলোঃ-

 

শর্তাদিঃ

 

(১) বেসিক সাবজেক্টের শিক্ষকগণকে মাসিক প্রণোদনা ভাতা প্রদানের লক্ষ্যে তাঁদের নিকট হতে দাপ্তরিকভাবে নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন নিতে হবে;

 

(২) কোন শিক্ষক নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দিতে ব্যর্থ হলে কিংবা প্র্যাকটিসিং-এর সাথে জড়িত হলে তিনি উক্ত প্রণোদনা ভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে অব্যাহত মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করবেন।

 

(৩) ২০২৫-২০২৬ অর্থবছর হতে মূলবেতনের ৫০% হারে মাসিক প্রণোদনা ভাতা কার্যকর হবে;

 

(8) এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এবং

 

(৫) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

আরও পড়ুন