Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২০ মে, ২০২৫


স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের বদলি-পদায়নের আবেদন অনলাইনে

Main Image


এখন থেকে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের আবেদন শুধু অনলাইনে গ্রহণ করবে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। নতুন নিয়ম কার্যকর করা হয়েছে পরদিন রোববার (১৮ মে) থেকে। এছাড়াও বদলি আদেশে আপত্তি জানাতে হলে আগে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের সভাপতিত্বে প্রশাসন শাখার সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

 

জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ব্যতীত স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা এবং নবম গ্রেডের চিকিৎসক-কর্মকর্তাদের উল্লেখ করে বলা হয়, এখন থেকে শুধুমাত্র অনলাইনে বদলি ও পদায়নের আবেদন গ্রহণ করা হবে। আবেদন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়ণ হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় অনলাইন পদ্ধতিতে জমা দিতে হবে। ১৮ মের পর থেকে আর কোন ম্যানুয়াল বা হস্তলিখিত বদলি ও পদায়নের আবেদন গ্রহণযোগ্য হবে না।

 

এতে বলা হয়, শিক্ষা প্রেষণ বা ছুটি শেষে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় থাকা চিকিৎসক কর্মকর্তাদের মধ্যে যারা এখনো অনলাইনে আবেদন করেননি, তাদের অতি দ্রুত অনলাইনে পদায়নের আবেদন করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। একই সাথে বদলি ও পদায়ন সংক্রান্ত আদেশে পুনর্বিবেচনার আবেদন শুধুমাত্র যোগদানের পরেই গ্রহণযোগ্য হবে। আদেশে উল্লিখিত কর্মস্থলে যোগদানপূর্বক কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হলো।

 

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তাদের ‘অযাচিত ঘোরাফেরা’ সম্পর্কে বলা হয়, ‘বদলি ও পদায়নের আদেশে শুধুমাত্র তথ্যগত বা প্রশাসনিক কোনো জটিলতা থাকলে, যোগদানের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগের নির্দেশ দেওয়া হলো। অন্যথায় যৌক্তিক কারণ ব্যতীত স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তাদের অযাচিত ঘোরাফেরা নিরুৎসাহিত করা হচ্ছে।’

 

এ ছাড়া প্রাপ্ত অনলাইন বদলি ও পদায়ন সংক্রান্ত আবেদন যথাযথভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর অগ্রায়ণ বা সিদ্ধান্ত প্রদান করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন