ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টের পাশে রেটিনা ব্লাড ডোনার ক্লাব (RBDC) এর স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের মমেক শাখার সভাপতি ও সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবিউল করিম, সহ-সভাপতি নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামিউল আলম সিদ্দিকী ও সেক্রেটারী ডা. মো. তরিকুল হাসানসহ শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থী।
ইতোপূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌস, উপ-পরিচালক ডা. জাকিউল হক ও সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন আহমদের অনুমতিতে "RBDC" তাদের প্রশাসনিক কার্যালয় হাসপাতালের দ্বিতীয় তলায় বুঝে পায়।
সংগঠনটির স্লোগান 'রক্তের বন্ধনে গড়ি নতুন সমাজ'। প্রতিষ্ঠানটির পরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-৫৭ ব্যাচের শিক্ষার্থী এস. কে. কিবরিয়া বলেন "রেটিনা ব্লাড ডোনার ক্লাব, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। আর্ত, পীড়িত মানুষের সেবা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।"
উল্লেখ্য যে, সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে জনমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে তারা বিভিন্ন জাতীয় দিবসে হেলথ ক্যাম্পেইন, ব্লাড গ্রুপিং, ভ্যাকসিনেশন সহ ফার্স্ট এইড এর ব্যবস্থা করেছে।
আরও পড়ুন