Advertisement
Doctor TV

বুধবার, ৭ মে, ২০২৫


ভয়াবহ মানসিক স্বাস্থ্য সংকটে বাংলাদেশ

Main Image


"ইংল্যান্ডে প্রায় সাড়ে ১১ হাজারে ১ জন, বাংলাদেশে সাড়ে ৬ লাখে ১ জন !" বাংলাদেশে মানসিক স্বাস্থ্য: অবহেলা থেকে সৃষ্টি এক বিপদজনক সংকট!
 

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য আজও উপেক্ষিত। ১৭ কোটির বেশি মানুষের দেশে মাত্র ২৭০ জন সাইকিয়াট্রিস্ট—অর্থাৎ প্রতি ৬,৫০,০০০ জনে মাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞ। এই সীমাহীন অভাবে অধিকাংশ মানুষের জন্য মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া প্রায় অসম্ভব!
 

অন্যদিকে, ইংল্যান্ডে প্রতি ১১,৪০০ জনে একজন সাইকিয়াট্রিস্ট রয়েছে। এই বিশাল পার্থক্য আমাদের মানসিক স্বাস্থ্য সংকটের গভীরতা প্রকাশ করে। পাগল আখ্যায়িত করা, ঠাট্টা মশকরা করা, কুসংস্কার, শিক্ষা ও সচেতনতার অভাব বহু মানুষকে চিকিৎসা নিতে বাধা দেয়, এবং তারা নীরবে রোগে ভোগে।
 

আমাদের সমাজে মানসিক অসুস্থতা এখনও ভুলভাবে বোঝা হয়, এবং জাতীয় স্বাস্থ্য পরিকল্পনা বা চিকিৎসা শিক্ষা ক্ষেত্রেও এর যথাযথ গুরুত্ব নেই। এই সংকটের মোকাবিলায় বাংলাদেশকে আরও প্রশিক্ষিত পেশাদার, জনসচেতনতামূলক উদ্যোগ এবং দেশের বিভিন্ন স্থানে সহজলভ্য সেবা প্রবর্তন করতে হবে।
 

মানসিক স্বাস্থ্য ছাড়া কোনো স্বাস্থ্য নেই—এটি একটি মৌলিক জনস্বাস্থ্য অগ্রাধিকার হিসেবে বিবেচিত হতে হবে এখন।
 

ডা. সাঈদ এনাম 
সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি), এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট। 

আরও পড়ুন