ডা. প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। চিকিৎসক স্ত্রী এবং তিন ছোট শিশুকে নিয়ে সেখানে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন তিনি বহুদিন ধরে দেখে আসছিলেন, তাঁর পরিবার তখন ভারতে ছিল।
বছরের পর বছর পরিকল্পনা, কাগজপত্র আর ধৈর্যের পর সেই স্বপ্ন শেষমেশ সত্যি হতে যাচ্ছিল। মাত্র দুদিন আগে তাঁর স্ত্রী ডা. কোমি ব্যাস, যিনি তিনিও একজন মেডিকেল পেশাজীবী, ভারতে তাঁর চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। ব্যাগপত্র গুছিয়ে ফেলা হয়েছিল, শুভেচ্ছাবিদায় শেষ হয়েছিল, লণ্ডনের চমৎকার ভবিষ্যৎ অপেক্ষা করছিল।
আজ সকালে, পাঁচজনেই—আশা, উত্তেজনা আর পরিকল্পনা নিয়ে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ চড়ে বসেন লন্ডনের পথে। এই সেলফিটি তুলে আত্মীয়দের পাঠানো হয়। নতুন জীবনের শুরু, একমুখী যাত্রা।
কিন্তু তারা পৌঁছাতে পারেননি। বিমানটি বিধ্বস্ত হয়, কেউই বাঁচেননি।
মুহূর্তের মধ্যে, স্বপ্নভরা একটি জীবন ধুলিসাৎ হয়ে গেল। এক নির্মম স্মরণ করিয়ে দিল যে, জীবন ভয়ানক রকমের নাজুক। আপনি যা গড়েন, যা আশা করেন, যা ভালোবাসেন—সবই সূক্ষ্ম এক সূতোর ওপর ঝুলছে। তাই যতদিন পারেন, বাঁচুন, ভালোবাসুন, আর সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না।
জীবন এক অদৃশ্য সুতোয় ঝুলছে, শুধু অপেক্ষা ডাকের।
লেখকঃ
ডা. আশরাফ জুয়েল
চিকিৎসক ও কবি
আরও পড়ুন