Advertisement
Doctor TV

সোমবার, ৫ মে, ২০২৫


প্যাথলজিক্যাল স্যাম্পল বিদেশে পাঠাতে লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন

Main Image


পূর্বানুমতি ছাড়া বাংলাদেশ থেকে বিদেশে কোনো ধরনের প্যাথলজিক্যাল স্যাম্পল বা নমুনা পাঠানো যাবে না বলে আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, দেশের যেকোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠায়, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনার আওতায় পড়বে যেকোনো রোগ নির্ণয়, গবেষণা কিংবা অন্যান্য পরীক্ষামূলক উদ্দেশ্যে পাঠানো স্যাম্পল।

 

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় নজরদারি ও জবাবদিহিতা আরো জোরদার করবে। এতদিন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিদেশে নানা ধরনের নমুনা পাঠালেও তার অনেক ক্ষেত্রেই ছিল না যথাযথ নিয়ন্ত্রণ বা সরকারি অনুমোদন। এতে করে স্যাম্পল ব্যবহারের প্রকৃত উদ্দেশ্য, গন্তব্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠত।

 

এখন এই অনুমতির বাধ্যবাধকতা কার্যকর হলে তা একদিকে যেমন জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে, তেমনি নমুনা ব্যবহারের যথাযথ নীতিমালাও নিশ্চিত করা যাবে। একইসঙ্গে এর ফলে বিদেশে স্যাম্পল পাঠানোর নামে প্রতারণা বা ভুয়া পরীক্ষার অভিযোগও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সব বেসরকারি প্রতিষ্ঠানকে তা মেনে চলতে হবে। যেকোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন