Ad
Advertisement
Doctor TV

বুধবার, ২০ আগস্ট, ২০২৫


বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

Main Image

ছবিঃ সংগৃহীত


বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শুরু হওয়া কর্মবিরতি আজ মঙ্গলবার (১৯ আগস্ট) পরিচালকের সঙ্গে বৈঠকের পর প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

 

ইন্টার্ন চিকিৎসকরা জানান, হামলার ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করায় তারা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক শেষে তারা বলেন, “আমরা আপনাদের চিকিৎসক, আমরা আপনাদের চিকিৎসা দিতে চাই। কিছু সংস্কার প্রয়োজন, কিন্তু যারা সংস্কারের নামে চিকিৎসকের গায়ে হাত দিচ্ছিল তারা আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম। আপনারা সংস্কার করেন, কিন্তু আমাদের কর্মস্থলটাকে একটু নিরাপত্তা দেন। আমরা নিরাপত্তার সহিত সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো, যদিও আমাদের লোকবল কম।”

 

চিকিৎসকরা আরও জানান, আজ সন্ধ্যা থেকেই হাসপাতালে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

 

এর ফলে শেবাচিম হাসপাতালে স্বাস্থ্যসেবা ফের স্বাভাবিক হতে যাচ্ছে।

আরও পড়ুন