Ad
Advertisement
Doctor TV

বুধবার, ২০ আগস্ট, ২০২৫


শর্তসাপেক্ষে পিতৃত্বকালীন ছুটির পক্ষে মত স্বাস্থ্য উপদেষ্টার

Main Image

ছবিঃ পিআইডি


অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘পিতৃত্বকালীন ছুটি থাকলে মায়ের কতটা সুবিধা হবে আমার জানা নেই। তবে পিতৃত্বকালীন ছুটিতে শর্ত থাকা উচিত, পিতা কত ঘণ্টা বাচ্চার সেবা করেছেন, মায়ের সেবা করেছেন। সব লিখিতভাবে দিতে পারলে এই ছুটির বিষয়ে রাজি আছি। না হলে নেই।’

 

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

 

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। অনুষ্ঠানটি আয়োজন করে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং সহযোগিতা করে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)। এবারের প্রতিপাদ্য— ‘মাতৃদুগ্ধপানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন’।

 

নূরজাহান বেগম বলেন, একজন মা যখন মাতৃত্বের পথে হাঁটেন, তখন থেকেই পরিচর্যা শুরু হয়ে যায়। ‘শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য আগে থেকেই মাকে প্রস্তুতি নিতে হয়। কিন্তু এই জ্ঞান একজন মাকে কে দেবেন? আবার দেশে হাসপাতালের ক্ষমতা যেখানে আড়াই হাজার, সেখানে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়। কাজেই চিকিৎসকদেরও দোষ দেওয়া যায় না।’

 

নবজাতককে মায়ের দুধ নিশ্চিত করতে প্রচারের ওপর গুরুত্ব দিয়ে তিনি গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘কিভাবে প্রচার চালালে মানুষ সচেতন হয়, সেটা গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবনায় রাখা প্রয়োজন। মসজিদ ও মন্দিরভিত্তিক প্রচারও কাজে আসতে পারে।’

 

এ সময় তিনি সরকারি দুর্বলতার কথাও তুলে ধরেন। ‘সরকারের দিক থেকে আমি মনে করি, সবচেয়ে বড় দুর্বলতা হলো অনেকগুলো আইন আছে। যেমন সিগারেটের আইন, কঠিনভাবেই আছে। কিন্তু এ আইনের তোয়াক্কা কি কেউ করে? আমার নাকের ডগা দিয়েই তো সিগারেট খাচ্ছে। আমার ঘরেই তো সিগারেট খাচ্ছে। হাসপাতালেই তো সিগারেট খাচ্ছে। কে কাকে ধরছে? অদ্ভুত একটা দেশ আমাদের। আমাদের আইন আছে, কিন্তু আইন পালনের কোনো বাধ্যবাধকতা নেই।’

আরও পড়ুন