ছবিঃ সংগৃহীত
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি আগস্ট মাসের ২০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৯১ জন।
গত জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪১ জন এবং ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন। সব মিলিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৭১ জন।
বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭১ জন, খুলনা বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছেন
আরও পড়ুন