Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫


রোগীদের সেবা কেবল দায়িত্ব নয়, এটি ইবাদত: অধ্যাপক ডা. শাহিনুল আলম

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) বহির্বিভাগ সেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব কার্যক্রম নিশ্চিত করতে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, সহযোগিতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কার্যকর, সহানুভূতিশীল ও রোগী-কেন্দ্রিক সেবা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করে ওপিডিকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তুলতে হবে।

২০ আগস্ট (বুধবার) বিএমইউ’র এ-ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা: বর্তমান ও করণীয়’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য রাখেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ও ২ এ কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, নার্স, বিভিন্ন শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিং স্টাফরা অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, “রোগীদের সেবা কেবল দায়িত্ব নয়, বরং ইবাদত। হাদিসে বর্ণিত হয়েছে, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।” তাই প্রতিটি চিকিৎসক ও কর্মীর কাজের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের উপকারে আসা।

ওপিডি সেবার চ্যালেঞ্জ উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর বলেন, রোগীর সংখ্যা বৃদ্ধি ও চাপমুক্ত সেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এর সমাধান হিসেবে প্রযুক্তির ব্যবহার, চিকিৎসক ও কর্মীদের মধ্যে কার্যকর সমন্বয়, নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোরআনের সূরা তাওবার উদ্ধৃতি টেনে বলেন, “মুত্তাকীরা দায়িত্ব সঠিকভাবে পালন করে, আর আল্লাহ তাদের ভালোবাসেন।”

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, চিফ এস্টেট অফিসার ডা. মো. এহতেশামুল হক তুহিন, একান্ত সচিব-১ ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা।
 

আরও পড়ুন