Advertisement
Doctor TV

বুধবার, ৭ মে, ২০২৫


বন্ধ ঘোষিত শাহ্ মখদুম মেডিকেলের ৩৬ শিক্ষার্থীকে মাইগ্রেশনের নির্দেশ

Main Image

শাহ্ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহী


বন্ধ ঘোষিত রাজশাহীর বেসরকারি শাহ্ মখদুম মেডিকেল কলেজে অননুমোদিতভাবে ভর্তি হওয়া ৩৬ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

 

আদেশে বলা হয়েছে, ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২ এর ২৪(১) ও ২৪(৬) ধারা অনুযায়ী কোনো মেডিকেল কলেজের অনুমোদন স্থগিতের বা  বাতিলের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্তের সম্ভাবনা হলে সরকার সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে শিক্ষার্থীদের মাইগ্রেশনের ব্যবস্থা করতে পারবে।’

 

এতে আরও বলা হয়, ‘একাডেমিক কার্যক্রম স্থগিতকৃত শাহ্ মখদুম মেডিকেল কলেজে অননুমোদিতভাবে ভর্তিকৃত ৩৬ জন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

 

জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নেই রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও অধিভুক্ত নয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া ভর্তিতেও আছে নিষেধাজ্ঞা। এরপরও শিক্ষা কার্যক্রম চালায় শাহ মখদুম মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটিতে ভর্তি হয়ে শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তায়। ২০১৪ সালে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। ২০২০ সালে কলেজটিতে নতুন শিক্ষার্থী ভর্তিতে স্থগিতাদেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন