Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


বোনের স্মৃতি ম্লান না হতেই হারিয়ে গেলো নাফিও

Main Image


উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশুদের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম প্রথম শ্রেণির শিক্ষার্থী নাফি (৯)। তার বড় বোন নাজিয়াও আগের রাতেই মারা যায়।
মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে নাফি।

 

নাফির শরীরের ৯৫ শতাংশ অংশে দগ্ধ ছিল। তার বোন নাজিয়ার দগ্ধ ছিল ৯০ শতাংশ। দুই ভাইবোনই কামারপাড়ায় পরিবারসহ বসবাস করত। তারা যথাক্রমে প্রথম ও তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছিল।

 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আমাদের এখানে ১১ জন শিক্ষার্থী ও শিক্ষক মারা গেছেন।”

অন্যদিকে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন