ছবিঃ সংগ্রহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৩২ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে প্রথম দিকে নিহতের সংখ্যা ৩১ জন ঘোষণা করে আইএসপিআর; তবে রাত বাড়ার সঙ্গে তা বেড়ে ৩২ জনে উন্নীত হয়। সর্বশেষ, রাত পৌনে ১টায় ৯ বছর বয়সী নাফি মারা গেছেন, তার ৯৫% শরীর দগ্ধ ছিল বলে নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নিহতের মধ্যে ২৭ জনের পরিচয় নিশ্চিত, যার ২৩ জন শিশু, তবে অধিকাংশ দগ্ধের কারণে অনেকের পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহের মধ্যে ২০টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকিগুলো সিএমএইচ মর্গে রাখা আছে। একজন নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে।
আরও পড়ুন