ছবিঃ সংগ্রহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বাধিক রোগী বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৭ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগগুলোতে চট্টগ্রামে ৫১, ঢাকা বিভাগে ৬৮, খুলনায় ৩৩, রাজশাহীতে ২৯, ময়মনসিংহে ৮, রংপুরে ৫ এবং সিলেটে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪০ এবং দক্ষিণ সিটিতে ৮১ জন ভর্তি হন।
গত এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৪০২ জন। চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ জনের। আক্রান্তদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।
আরও পড়ুন