Advertisement
Doctor TV

বুধবার, ২৩ জুলাই, ২০২৫


ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

Main Image

ছবিঃ সংগৃহীত


ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও দগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।

 

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র মঙ্গলবার (২২ জুলাই) জানান, “আমরা আশা করছি, বার্ন ইউনিটে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দুই চিকিৎসক এবং নার্সদের একটি ছোট দল আজই ঢাকায় পৌঁছে যাবে।”

দগ্ধ রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামও ঢাকায় পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

 

জানা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ পরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে ভারতের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই রাতেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, “এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।”

 

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।

 

বাংলাদেশ সরকার জানায়, অধিকাংশ আহতেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে। তাই বার্ন বিশেষজ্ঞ দল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানানো হয়। ভারতের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নিয়ে চিকিৎসক দল ও সরঞ্জাম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

 

দুই দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রথম দফায় চিকিৎসক ও নার্সদের একটি দল পাঠানোর পর প্রয়োজন অনুযায়ী আরও দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন