Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করতে চাই: অধ্যাপক ডা. সায়েদুর রহমান

Main Image


স্বাস্থ্য খাতে সকল ধরনের বৈষম্য দূর করতে চান বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘আমরা সব ধরনের বৈষম্যের অবসান চাই অন্ততপক্ষে স্বাস্থ্য খাতে। আমরা চাইবো স্বাস্থ্য খাতে যেন বৈষম্যের অবসান হয়। সেই লক্ষ্যে স্বাস্থ্য খাতের বিনিয়োগকে আমরা ডিরেক্ট করার চেষ্টা করব। এ বিনিয়োগ দেশের যেসব ক্ষেত্রে বৈষম্য আছে, সেটা দূর করার জন্য নির্ধারণ করা হয়।’  

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ১৭ থেকে ১৯ এপ্রিল আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

 

সায়েদুর রহমান বলেন, ‘দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি খাতের অবদান স্বীকার করে আমরা বলব, আপনাদের এখন সময় হয়েছে চিকিৎসা সেবার মানে মনোযোগী হওয়া। মানে মনোযোগী হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার, সেটা যেন কোনোভাবেই আপনাদের বিকাশে বাধা না হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই।’

 

উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মইনুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় চীন, জাপান, পাকিস্তান, ভারত, কোরিয়া ও অন্যান্য দেশ থেকে প্রায় দুই শতাধিক মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারক কোম্পানি উপস্থিত ছিল। 

আরও পড়ুন