Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


আপাও এ্যাওয়ার্ড পেলেন বিএমইউর ৩ চিকিৎসক

Main Image


৪০তম এশিয়া-প্যাসেফিক একাডেমিক অফ অফথালমোলজি (আপাও) এর কংগ্রেস-এ বেস্ট সাইন্টিফিক পেপার এ্যাওয়ার্ড, ডিসটিংগুইসড সার্ভিস এ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ)  চক্ষু বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, রেসিডেন্ট। ভারতের নয়া দিল্লীতে ৩ থেকে ৬ এপ্রিল এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

 

উক্ত কংগ্রেসে বেস্ট সাইন্টিফিক পেপার এ্যাওয়ার্ড পেয়েছেন বিএমইউ এর চক্ষু বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী, রেসিডেন্ট ডা. সালমান আহমেদ তাহের হামিদ। চক্ষু বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. শামস মোহাম্মদ নোমান পেয়েছেন ডিসটিংগুইসড সার্ভিস এ্যাওয়ার্ড এবং সাইন্টিফিক এচিভমেন্ট এ্যাওয়ার্ড। এছাড়াও ডা. শামস মোহাম্মদ নোমান উক্ত কংগ্রেস এ গ্লুকোমা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করেন। ৫ এপ্রিল এশিয়া-প্যাসেফিক একাডেমিক অফ অফথালমোলজি এবং অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে তাদের হাতে এই এ্যাওয়ার্ড (সম্মাননাপত্র) তুলে দেয়া হয়। 
 

বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলীর সাইন্টিফিক পেপারের  বিষয় ছিল  ইভালুয়েশন অফ রেনাল ফাকশন অফটার ইন্ট্রাভাইট্রিয়াল ইনজেকশন অফ বেভ্যাকসিজুম্যাব ইন পেশেন্টস উয়িথ অর উয়িথআউট ডায়াবেটিক কিডনী ডিজেস। রেসিডেন্ট ডা. সালমান আহমেদ তাহের হামিদ এর সাইন্টিফিক পেপারের  বিষয় ছিল এপিডেমাইলোজি অফ অকুপেশনাল এন্ড অকুপেশনাল আই ইনজুরিস: কেস ট্রিয়েটেড ইন ফোর আই হসপিটালস ইন বাংলাদেশ। রেসিডেন্ট ডা. সালমান আহমেদ তাহের হামিদ উপস্থাপিত বৈজ্ঞানিক প্রবন্ধে চোখের আঘাতের মহামারীতাত্ত্বিক ধরণ বিশ্লেষণ করা, ঝুঁকির কারণ ও কারণসমূহ চিহ্নিত করা, লক্ষ্যভিত্তিক প্রতিরোধমূলক কৌশল এবং উন্নত চক্ষু-স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রমাণ সরবরাহ করা ইত্যাদি তুলে ধরা হয়।

 


 

এদিকে রোববার (১৩ এপ্র্লি) সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তাঁর কার্যালয়ে এশিয়া-প্যাসেফিক একাডেমিক অফ অফথালমোলজি (আপাও) এর বেস্ট সাইন্টিফিক পেপার এ্যাওয়াড অর্জনের জন্য রেসিডেন্ট ডা. সালমান আহমেদ তাহের হামিদকে অভিনন্দন জানান। এ সময় ভাইস-চ্যান্সেলর উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিকে উচ্চতর মেডিক্যাল শিক্ষা ও গবেষণায় আরো এগিয়ে নিতে বিএমইউ এর শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। 
 

এ সময় বিএমইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।   

আরও পড়ুন