Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


উগান্ডায় ইবোলায় আক্রান্ত এক নার্সের মৃত্যু

Main Image

আফ্রিকার দেশে উগান্ডার রাজধানী কাম্পালায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নার্সের মৃত্যু


আফ্রিকার দেশে উগান্ডার রাজধানী কাম্পালায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নার্সের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ২০২৩ সালের পর উগান্ডায় ইবোলায় এটিই প্রথম মৃত্যু।

 

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ডায়ানা অ্যাটওয়াইন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বুধবার কাম্পালার একটি হাসপাতালে ৩২ বছর বয়সী ওই নার্স মারা যান। মৃত্যু আগে তিনি কেনিয়ার সীমান্তবর্তী কাম্পালা থেকে ২৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত এমবালেতে অবস্থিত একটি সরকারি হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য যান।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রোগীর নানা অঙ্গ কাজ করছিল ন। মুলাগো ন্যাশনাল রেফারেল হাসপাতালে এই অসুস্থতার কারণে মারা যান তিনি। তাঁর ময়নাতদন্তের নমুনায় সুদান ইবোলা ভাইরাস নিশ্চিত করা হয়েছে। 

 

মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ জন স্বাস্থ্যকর্মীসহ কমপক্ষে ৪৪ জন নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে, অত্যন্ত সংক্রামক ভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধ করার প্রচেষ্টা করা হচ্ছে।

 

মৃতদের সংস্পর্শে আসা সকল ব্যক্তিকে অবিলম্বে একটি টিকাদান অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। 

 

গত সপ্তাহে প্রতিবেশী তানজানিয়ায় ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। উগান্ডার সীমান্তবর্তী রুয়ান্ডা সবেমাত্র মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বেরিয়ে এসেছে।

 

ইবোলা একটি অত্যন্ত সংক্রামক জ্বর। সংক্রামিত শরীরের তরল এবং টিস্যুর সংস্পর্শের মাধ্যমে সংক্রামিত হতে পারেন যে কেউ। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, বমি, পেশী ব্যথা এবং রক্তপাত।

 

সাম্প্রতিক বছরগুলোতে উগান্ডার কর্তৃপক্ষ ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে ল্যাবরেটরি পরীক্ষা, যোগাযোগের সন্ধান এবং অন্যান্য কৌশল ব্যবহার করেছে।

 

উগান্ডা সর্বশেষ ২০২২ সালের শেষের দিকে একটি প্রাদুর্ভাবের শিকার হয়েছিল, যেখানে সংক্রামিত ১৪৩ জনের মধ্যে ৫৫ জন মারা গিয়েছিলেন। মৃতদের মধ্যে ছয়জন স্বাস্থ্যকর্মী ছিলেন। পূর্ব আফ্রিকার এই দেশটিতে ২০০০ সাল থেকে এই ভাইরাসজনিত রোগের নয়টি প্রাদুর্ভাব দেখা দেয়।

আরও পড়ুন