Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


র‌্যাবিট ফিভারের উপসর্গ ও প্রতিরোধের উপায়

Main Image

র‌্যাবিট ফিভার


যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ‘র‌্যাবিট ফিভার’ বা ‘খরগোশ জ্বর’ নামে পরিচিত তুলারেমিয়া নামের একটি রোগ। রোগটির উপসর্গগুলো হলো- প্রবল জ্বর, গলাব্যাথা, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, ত্বক ও মুখে ঘা, চোখে চুলকানি ও ব্যাথা, কানপাকা প্রভৃতি। 

 

সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা ২ শতাংশেরও কম, তবে অনেকক্ষেত্রেই এই র‌্যাবিট ফিভার রোগীকে গুরুতর অসুস্থ করে ফেলে এবং সেরে ওঠার পরও দীর্ঘদিন রোগী শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে ভোগেন।

 

সাধারণত ৫ থেকে ৬ বছর বয়সী শিশু এবং ৬০ এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হলে গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকেন।

 

প্রতিরোধ

 

র‌্যাবিট ফিভারের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি। তবে এই রোগটি থেকে সুরক্ষা নিশ্চিত করতে কিছু প্রতিরোধ উপায় প্রস্তাব করেছে সিডিসি। এগুলো হলো—

 

১. বাড়ির বাইরে বেরোনোর সময় গায়ে টিক, মশা, মাছি, ছারপোকা অন্যান্য পরজীবী প্রতিরোধী লোশন মেখে নেওয়া।

 

২. পরজীবী পোকার কামড় থেকে বাঁচতে দীর্ঘ হাতার পোশাক ব্যবহার করা।

 

৩. বাসা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরজীবী পোকামুক্ত রাখা

 

৪. মাঠে খোলাধুলার সময় বা বাড়ির লনের ঘাস কাটার সময় মুখে মাস্ক ব্যবহার করা।

 

৫. খরগোশ, ইঁদুর, গিনিপিগ , প্রেইরি ডগ প্রভৃতি স্পর্শ করার সময় হাতে গ্লাভস পরিধান করা।

 

৭. খোলা জলাশয়ের পানি ফুটিয়ে বা জীবাণুমুক্ত করে পান করা

 

৮. রান্নার সময় মাছ-মাংস, শাক-সবজি যেন সম্পূর্ণ সেদ্ধ হয়, সেদিকে খেয়ল রাখা।

 

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

আরও পড়ুন