Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫


ছাড়পত্র পেলেন অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

Main Image

ছবিঃ সংগৃহীত


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর রোববার (স্থানীয় সময়) ছাড়পত্র পেয়েছেন। তার কার্যালয় থেকে জানানো হয়, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখার পর বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়েছে।

 

৯৮ বছর বয়সী মাহাথিরের দীর্ঘদিনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে। তিনি আগে একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ তিনি গত অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণে ভোগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে অংশ নিতে মাহাথির নিজেই গাড়ি চালিয়ে সেখানে যান। একই অনুষ্ঠানে তার স্ত্রী হাসমাহ মোহাম্মদের ৯৯তম জন্মদিনও উদযাপন করা হয়, যেটি ছিল তার আগের দিন। অনুষ্ঠানে তিনি এক ঘণ্টা সাইকেল চালান এবং পরে ক্লান্ত হয়ে পড়েন।

 

উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সে সময় তিনি বিরোধী জোটকে ঐতিহাসিক বিজয়ে নেতৃত্ব দেন। তবে রাজনৈতিক কোন্দলের কারণে তার সরকার মাত্র দুই বছরেরও কম সময়েই ভেঙে পড়ে।

আরও পড়ুন